Home » রাধাকিশোরগঞ্জ পঞ্চায়েতে উজ্বলা জোজনার গ্যাস বিতরন! খুশি সাধারণ মানুষের।

রাধাকিশোরগঞ্জ পঞ্চায়েতে উজ্বলা জোজনার গ্যাস বিতরন! খুশি সাধারণ মানুষের।

by admin

শান্তির বাজার প্রতিনিধি:রাজ্যসরকার সকল অংশের লোকজনদের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে। রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীতকরতে রাজ্য সরাকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি লোকজনদের কাছে পৌঁছে দিতে বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্দ্যোগে রাধাকিশোর গঞ্জ পঞ্চায়েতে এলাকার লোকজনদের মধ্যে উজ্বলা জোজনার গ্যাসের সংযোগ দেওয়াহয়। আজকের দিনে এলাকার ৪৫ পরিবারকে বিনামূল্যে উজ্বলা জোজনার গ্যাসের সংযোগ দেওয়াহয়। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজকের এই গ্যাসের সংযোগ দেওয়াহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েতসিমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা নির্ধারিত বেনিফিসারীর হাতে গ্যাসের সংযোগ তুলেদেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment