Home » বিধায়ক ভগবান দাসের উদ্যোগে ১০৮টি যজ্ঞ কুন্ডে মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

বিধায়ক ভগবান দাসের উদ্যোগে ১০৮টি যজ্ঞ কুন্ডে মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-২২ শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা দিবস কে কেন্দ্র করে ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার কুমারঘাট পি ডব্লুডি মাঠে বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের ব্যক্তিগত উদ্যোগে ব্যতিক্রমী মহা যজ্ঞানুষ্টান অনুষ্ঠিত হয়েছে।যেখানে ১০৮টি যজ্ঞকুন্ড তৈরী করা হয়েছিল। হাজারেরও বেশী ভক্তবৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে এই মহা যজ্ঞানুষ্টান সম্পন্ন হয়েছে। যজ্ঞানুষ্ঠান শুরু হওয়ার পূর্বে কুমারঘাট লক্ষী নারায়ণ বাড়ির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শুভা যাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে পিডব্লিউডি মাঠে গিয়ে সমাপ্ত হয়।এই শুভা যাত্রার মধ্য দিয়ে রাম লক্ষণ এবং সীতা সাজানো হয়েছে।এই যজ্ঞানুষ্টানের মহা সমারোহে পার্টির প্রতিটি শাখার কর্মীরা যেমন অংশ নিয়েছেন তেমনি ভাবে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর জন্মদিন কে কেন্দ্র করে পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে বিশ্ব শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই ১০৮টি যজ্ঞ কুন্ডুতে মহাযজ্ঞানুষ্ঠান রাজ্যের বুকে সারা জাগানো এবং প্রথম এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিধায়ক ভগবান দাসের উদ্যোগে। আগামী ২২শে জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা দিবসের দিন পাবিয়াছড়া বিধানসভা এলাকার প্রতিটি বুথে যজ্ঞানুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment