প্রতিনিধি কৈলাসহর:-৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের দলের পুরনো কার্যকর্তা এবং বর্তমান কার্যকর্তাদের নিয়ে নিজ বাসভবনে মকড় সংক্রান্তি মিলন উৎসব করলেন মন্ত্রী টিংকু রায়।মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, ৫২-চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, সহ সভাপতি হিমাংশু দাস, বিজেপি নেতা কর্ণজিত সিনহা,পিন্টু ঘোষ,সন্দীপ কুর্মী,ত্রিলোকেশ্বর সিনহা, দুলাল দাস,মনোজ কৈরী,যুব মোর্চা চন্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব সহ আরও অনেকে।মকড় সংক্রান্তি মিলন উৎসব শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান যে,মুলত আশির দশকের দলের কার্যকর্তাদের এবং ২০১৪ সালের পঞ্চায়েত ভোট,পঞ্চায়েত সমিতির ভোট সহ জেলা পরিসদের ভোটে যেসব কার্যকর্তা ভোটে লড়াই করেছিলেন সেইসব দলীয় কার্যকর্তাদের সাথে মত বিনিময় এবং একে অপরের খোঁজ খবর নেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য।এর মধ্য দিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং নিজদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।মন্ত্রী টিংকু রায় অনুস্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে,২০২৩ সালে ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হবার পর অনেকেই আমার বিরুদ্ধে অপবাদ রটিয়েছিলেন যে, ধর্মনগর তথা বহিরাগত মানুষকে প্রার্থী করা হয়েছে। উনাকে স্থানীয় মানুষ কাছেই পাবে না।এর জবাবে মকড় সংক্রান্তি মিলন উৎসবে উপস্থিত দলীয় কার্যকর্তাদের বলেন ভোটের প্রচারে উনি বলেছিলেন যে,ভোটে জেতার এক বছরের মধ্যেই এই বিধানসভা এলাকায় নিজের বাড়ি করবেন এবং সপ্তাহের অধিকাংশ সময়ই এলাকায় থাকবেন।যেমন কাজ তেমন কথা।ভোটে জেতার এখনও এক বছর হয়নি,ইতিমধ্যেই উনি চন্ডীপুর বিধানসভা এলাকায় বাড়ি তৈরি করেছেন এবং এই বাড়ি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের বাড়ি বলে তিনি উল্লেখ করেন।নবনির্মিত এই বাড়িতে যেকোনো সময় আসার জন্য এবং আলাপ আলোচনা করার জন্য মন্ত্রী টিংকু রায় সবাইকে আহবান করেন।মন্ত্রী টিংকু রায় চন্ডীপুর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হোওয়ার পর চন্ডীপুরের মানুষের আশা আকাঙ্খা যেমন অনেকটাই বেড়ে গেছে।অনুরূপভাবে এই এলাকার জনকল্যাণমুখী কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক কর্মধারা বেগবান গতিতে এগিয়ে চলছে কৈলাসহরে।
449
previous post