
প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর পুর পরিষদ এবং নেহেরু যুব কেন্দ্র ও নির্ঘোষ নিক্কন নাট্য সংস্থার যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয় ঊনকোটি কলাক্ষেত্রে।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক গিরিজানন্দ।এছাড়াও ছিলেন স্বামী নতিশানন্দ,ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কাউন্সিলর দীপক রঞ্জন পাল,নেহেরু যুব কেন্দ্রের প্রজেক্ট কোর্ডিনেটর রণদীপ রুদ্র পাল ও নির্ঘোষ নিক্কন নাট্য সংস্থার সম্পাদক শুভাশিস চৌধুরী।অনুষ্ঠানের শুরুতেই স্বদেশ মন্ত্র পাঠ করেন শিশু শিল্পী প্রতিকী গোস্বামী।উক্ত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন এবং জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন বক্তারা। এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধনী এবং সমাপ্তি সংগীত পরিবেশন করে নেতাজী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নির্ঘোষ নিক্কন নাট্য সংস্থার শিল্পীরা।