Home » ক্লিন সিটি হিসেবে উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান দখল করল মোহনপুর পুর পরিষদ

ক্লিন সিটি হিসেবে উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান দখল করল মোহনপুর পুর পরিষদ

by admin

প্রতিনিধি মোহনপুর:-পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য পাওয়া যায় তা দেখালো মোহনপুর পুর পরিষদ। গোটা উত্তর পূর্বাঞ্চলে ১৫ থেকে ২৫ হাজার জনবহুল এলাকা ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করলো মোহনপুর পুর পরিষদ। বৃহস্পতিবার দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী হাত থেকে পুরস্কার গ্রহণ করল পুরো পরিষদের জনপ্রতিনিধি ও আধিকারিক।
মোহনপুর পুর পরিষদের রাস্তাঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, বাজার প্রতিদিন সাফাইয়ের উপর গুরুত্ব দিয়েছে মোহনপুর পুর পরিষদ। এই বিষয়কে মূল্যায়ন করে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্লিন সিটি হিসেবে প্রথম স্থান দখল করল মোহনপুর পুর পরিষদ। এর পাশাপাশি এদিন গোটা ভারতবর্ষের মধ্যে রেংকিংয়ের নিরিখে মোহনপুর পুর পরিষদের স্থান চলে এসেছে ২৫১৮ তে। যা মোহনপুরের জনগণের অত্যন্ত গর্বের বলে দাবি করলেন মোহনপুর পুর পরিষদের সিইও। এদিন দিল্লিতে মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব, কাউন্সিলর সুখময় বিশ্বাস এবং সিইও সুভাষ দত্ত মেমেন্টো ও সার্টিফিকেট গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী হাত থেকে।

You may also like

Leave a Comment