শান্তিরবাজার প্রতিনিধি: নেহেরু যুবকেন্দ্র ও কুষারঘাট তরুন সংঘের উদ্দ্যোগে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের কনফারেন্সহলে অনুষ্ঠীত হয় জেলা ভিত্তিক বকৃতা প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগীতার মূল থীম হলো মাই ভারত বিকশিত ভারত @২০৪৭ । এই প্রতিযোগীতায় দক্ষিন জেলার বিভিন্নপ্রান্তথেকে প্রতিভাবান যুবক যুবতিরা অংশগ্রহন করে। সকলে নিজ বক্তব্যের মাধ্যমে নির্দিষ্ট সময়েরমধ্যে নিজেদের প্রতিভা সকলের সামনে উপস্থাপন করেন। অভিঞ্জ বিচারক মন্ডলীর উপস্থিতিতে বক্তব্যের মধ্যে প্রথম, দ্বীতিয় ও তৃতীয় স্থানাধীকারিদের পুরষ্কৃত করাহয়। যেসকল যুবক যুবতি আজকে প্রতিযোগীতায় বিশেষ স্থান অধিকার করেছে তাদেরকে নিয়ে আগামীদিনে রাজ্যভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠীত করাহবে। আজকের এই প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার প্রেসক্লাবের সেক্রেটারী বিক্রম দেবনাথ, কুষারঘাট তরুন সংঘের সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, নহেরু যুব কেন্দ্রের একাউন্টেট কেশব সরকার সহ অন্যান্যরা। আজকের এই প্রতিযোগীতায় প্রথমস্থান অর্জন করে অদিতি দাস, দ্বীতিয় স্থান অর্জন করে ইস্পিতা ঘোষ ও তৃত্বীয় স্থান অর্জন করে অসিম নাথ। নেহেরু যুবকেন্দ্র ও কুশারঘাট তরুন সংঘের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষকরাযায়।
যুবক যুবতীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠীত হয় বকৃতা প্রতিযোগীতা শান্তির বাজার।
by admin
written by admin
131