Home » বড়মুড়া ইকোপার্কে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যাডেল বোট।

বড়মুড়া ইকোপার্কে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যাডেল বোট।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া,৬ই জানুয়ারি। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে, রাজ্যের মানুষের অর্থনৈতিক,সামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরলস কাজ করে চলেছে। আজ তেলিয়ামুড়ায় বড়মুড়া ইকো পার্কে প্যাডেল বোটের উদ্বোধন করে এ কথা বলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। খোয়াই জেলা বন দফতর বড়মুড়া ইকোপার্ককে রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের কাছে আরো বেশি করে আকর্ষণীয় করে তুলতে নানান ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যেই পার্কের ভিতরে নানান ধরনের বন্যপ্রাণীর প্রতিকৃতি লাগানো হয়েছে। যেগুলি কচিকাচা শিশুদের বিশেষভাবে আকর্ষণ করছে। পার্কের ভিতর রয়েছে আড়াইশো মিটারের একটি জলাশয়। এই জলাশয় টিকে পর্যটককে আকর্ষিত করতেই আজ থেকে শুরু হয়েছে প্যাডেল বোট। একটি বোটে একসঙ্গে চারজন করে বসতে পারে। আজ বেলা 11 টায় ইকোপার্ক জলাশয়ে প্যাটেল বোট দুটি উদ্বোধন করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় আরো বলেন, বড়মুড়া ইকোপার্কের এলাকার জে এফ এম কমিটির অন্তর্ভুক্ত সদস্য সদস্যদের এবং বিভিন্ন স্ব সহায়ক গোষ্ঠীর সদস্যদের উন্নয়নের জন্য পার্ক এলাকাতে কিছু স্টল বানিয়ে দিচ্ছে বনদপ্তর। যাতে স্থানীয়দের। আর্থসামাজিক উন্নয়ন হয়। শ্রীমতি রায়, বন আধিকারিকদের কাজকর্মেরও প্রশংসা করেন। এদিকে প্যাডেল বোট উদ্বোধনের প্রথম দিনেই আজ পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে ইকো পার্কের জলাশয়টি।অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বোরদে, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, হাওয়াই বাড়ির পঞ্চায়েতের প্রধান রঞ্জিত দাস সহ অন্যান্য বোন আধিকারিকগণ।

You may also like

Leave a Comment