Home » ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত।

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
রবিবার অর্থাৎ সাতই জানুয়ারি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জালাভিত্তিক এই সম্মেলনে ৮০০এর উপর প্রতিনিধি যোগদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী ত্রিপুরা প্রদেশের দেবশ্রী কলোই, দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে বিবেকানন্দ কেন্দ্রের জীবন ব্রতি কার্যকর্তা মিরা কুলকার্নি, দক্ষিণ আসামের প্রান্তি সেবা প্রমুখ পূরবী দে, শিলচর থেকে আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন্নি দেব, দক্ষিণ আসামের কোকিল ভারতীয় সহ-সেবা প্রমুখ রাষ্ট্র সেবিকা সমিতির সুপর্ণা দে, ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্জ, ধর্মনগর থানার ওসি শিপ্রা দাস প্রমূখ। এই অনুষ্ঠানে মুখ্যত রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা কি তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের আটটি জেলাতে এই অনুষ্ঠান হচ্ছে বলে দেবশ্রী কলই জানান। আজ অর্থাৎ রবিবার ধর্মনগর এবং খোয়াই এই দুই জায়গায় একই সাথে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পাঁচটি জেলায় এই মহিলা সম্মেলন আজকে নিয়ে শেষ হলো বাকি তিনটি জেলায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ হবে। এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্রের নির্মাণে মহিলাদের একত্রিত করে শক্তিশালী করে তোলা। আর এই মহান সংকল্প কে বাস্তবায়িত করার জন্য মহিলা স্বশক্তিকরনের লক্ষ্যে লক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলা সংগঠনের মাধ্যমে জোরদার আবেদন জানানো এবং অধিকার অর্জন করা।

You may also like

Leave a Comment