Home » কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলীতে কৃষকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়।

কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলীতে কৃষকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়।

by admin

প্রতিনিধি, কল্যাণপুর:

এরাজ্যে বিজেপি, আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম ঘিলাতলীতে কৃষকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়।
এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ধান বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রান্তের কৃষকরা সকাল থেকেই নিজেদের ধান নিয়ে দাওছড়া বাজারে উপস্থিত হয়। সরকারের এই ধান ক্রয় প্রক্রিয়ায় উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার সদস্য তথা ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী দাবি করেন এই ঘটনা প্রমাণ করে বর্তমান সময়ের সরকার কতটা কৃষক বান্ধব। তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগের ফলে গোটা রাজ্যের সাথে সাথে কল্যাণপুরের কৃষকরাও দারুন ভাবে উপকৃত হবেন। পাশাপাশি বিধায়ক শ্রী দাস চৌধুরী এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য রাজ্য সরকার, খাদ্য দপ্তর সহ কৃষি দপ্তরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যে সমস্ত কৃষকেরা সরকারের আহবানে সাড়া দিয়ে সরকারের কাছে ধান বিক্রয় করতে সম্মত হয়েছেন তাদের সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, কল্যাণপুর ব্লকের আতমা গ্রুপের চেয়ারম্যান জীবন দেবনাথ, খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী প্রমুখ।
এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দাওছড়ার এই ধান ক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে ধান বিক্রয় করার জন্য সকাল থেকেই দাউছড়া সহ সন্নিহিত বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে তৎপরতা লক্ষণীয় ভাবে বৃদ্ধি পায়।

You may also like

Leave a Comment