Home » ONGC কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জল বেরিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক

ONGC কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জল বেরিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক

by admin

প্রতিনিধি কমলাসাগর

কমলাসাগর বিধানসভার রাধানগর গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত ONGC কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জল বেরিয়ে এই এলাকার অনেক সাধারন মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে । অনেকগুলি পুকুরের মাছ মারা গেছে, রাবার বাগান নষ্ট হয়ে গেছে, অনেকের কৃষি জমি নষ্ট হয়ে গেছে। আজ বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুশ্রী ছন্দা দেববর্মা পঞ্চায়েত থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রতিনিধি এলাকার প্রধান ও উপপ্রধান জনগণকে নিয়ে ওএনজিসি কোম্পানির সিনিয়র অফিসারের সাথে কথা বলেন এবং একদিনের মধ্যে এই ক্ষতিপূরণ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। নয়তো পঞ্চায়েত এলাকার জনগণ কোম্পানি ঘেরাও করবে এই বার্তা দিয়ে আসেন চেয়ারম্যান। রাধানগর পঞ্চায়েতের গুনাগুন ও হরিয়ার এলাকায় দীর্ঘদিন ধরে ওনজিসির দ্বারা প্রচুর পরিমাণে কৃষক ও শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। কিন্তু তাদের ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তায় এগিয়ে আসেনি আজও ওএনজিসি। তবে আজ খবর পেয়ে বিশালগড় ব্লক চেয়ারপারসনের সহায়ত হয়তোবা কিছু কৃষক উপকৃত হতে পারে। তবে ওএনজিসিকে হুঁশিয়ারি দিয়ে চেয়ারপারসন কৃষকদের ক্ষতিগ্রস্ত পূরণ করার বার্তা দিয়ে দেন।

You may also like

Leave a Comment