সেরা পূজা আয়োজকদের শারদ সম্মান প্রদান করে বিশালগড় পুর পরিষদ। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট এগারটি ক্লাবকে শারদ সম্মান প্রদান করা হয়। এরমধ্যে কার্নিভালে অংশগ্রহনকারী ৪ টি ক্লাব রয়েছে। তাদের সুসজ্জিত কার্নিভাল দর্শকদের নজর কাড়ে। পুর এলাকার বাইরে গ্রামীণ পূজা আয়োজকদেরও সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার বিশালগড়ের একটি বেসরকারি হলঘরে শারদ সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ। এদিন শহর গ্রাম মিলিয়ে মোট এগারটি ক্লাবকে শারদ সম্মান প্রদান করা হয়। বিধায়ক সুশান্ত দেব বলেন এবছর সকলের সহযোগিতায় শারদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রথম বারের মতো কার্নিভালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। বর্তমানে ক্লাব সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটেছে। পূজা আয়োজনের পাশাপাশি সামাজিক কাজে যুক্ত হচ্ছে ক্লাবগুলো। পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন গ্রামীণ পূজা গুলিতে বাজেট কম থাকলেও ছিল আন্তরিকতা এবং সমাজ সেবার ভাবনা। প্রতি বছর এ ধরনের শারদ সম্মানের আয়োজন করবে পুর পরিষদ। পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা বলেন আমাদের নিজস্ব সংস্কৃতি কৃষ্টিকে সমৃদ্ধতর করতে সকলকে এগিয়ে আসতে হবে। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান
112