শান্তিরবাজার প্রতিনিধি: ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতাছড়ার এক নাবালিকা গত ২০ তারিখ বুধবার বারির পাশ্ববর্তী এলাকায় ত্রীং ফেষ্টিবেলেগিয়ে আর ঘরেফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর নাবালিকা মেয়ের কোনোপ্রকারের খোঁজ নাপেয়ে পরিবারের পক্ষথেকে মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত অভিযোগ জানান। অবশেষে নিখোঁজ মেয়েকে খুঁজেপেতে সংবাদ মাধ্যমের দারস্তহলেন অসহায় পিতা। তিনি জানান মনাইপাথর এলাকার বাসিন্দা অমল নোয়াতিয়া উনার নাবালিকা মেয়েকে মেলাথেকে নিয়েগেছে। সুত্রের খবর অনুযায়ী জানাযায় অমল নোয়াতিয়া বিবাহিত। উর ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে এবং বর্তমানেও উর সহধর্মীনি অন্তসত্তা। এইঅবস্থায় অলম নোয়াতিয়া সহধর্মীনিকে রেখে নাবিকা মেয়েকেনিয়ে চলেগেছে। বর্তমানসময়ে শান্তির বাজার মহকুমাশাসক বাল্য বিবাহরোধে প্রতিনিয়ত সচেতনতা অনুষ্ঠান করেযাচ্ছেন এবং মহকুমাশাসকের নিকট কোনো নাবালিকা মেয়ের বিবাহের খবর আসলে দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহন করছেন। এখন নাবালিকার পিতা আশাবাদী সংবাদ প্রকাশের পর মহকুমা শাসক ও প্রসাশন দ্রুততার সহিত উনার নাবালিকা মেয়েকে উদ্ধার করতে সক্ষমহবে এবং যে ছেলেটি নাবালিকাকে অপহরন করেনিয়েছে তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদানকরবে। এখন দেখার বিষয় প্রসাশন এইব্যাপারে কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।
162
next post