ধর্মনগর প্রতিনিধি, ২৬ ডিসেম্বর।।
“সিপিআইএম তিনটা রাজ্যে ছিল, অথচ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ধনী পার্টি ছিল। তারা চাঁদাবাজি করে টাকা আদায় করতো ও গরিব মানুষের টাকা আত্মসাৎ করত। “” বক্তা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। করমছড়া বিজেপি মন্ডলের উদ্যোগে এক দিবসীয় প্রশিক্ষণ বর্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবতী মোহন ত্রিপুরা। ২৬ শে ডিসেম্বর মনু টাউন হলে এই এই প্রশিক্ষণবর্গ অনুষ্ঠিত হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করতেই এই প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রেবতীবাবু কংগ্রেস সিপিএম উভয় দলকেই তুলোধুনো করেন। তিনি বলেন কেন্দ্রে যখন সিপিএম এর সমর্থনে কংগ্রেসের জোট সরকার ছিল তখন রাজ্যের বামপন্থী নেতারা বলতেন কেন্দ্রীয় সরকারের লাগাম নাকি তাদের হাতে। অথচ রাজ্যের জন্য কিছুই করেনি তারা। শুধু চাঁদাবাজি করে টাকা আত্মসাৎ করা এবং গরিবের উন্নয়নের নামে বরাদ্দ টাকা নেতা বাবুরা পকেটস্থ করতেন। বর্তমানে কেন্দ্রীয় সরকার ঢালাও হারে টাকা দিচ্ছে। রাজ্যের উন্নয়নে দ্রুত গতিতে চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে রেলওয়ে স্টেশনের উন্নতিকরণে ভূমিকা নিচ্ছে সরকার। কোন ধরনের দুর্নীতি কেই বরদাস্ত করেনা বিজেপি। গরিব মানুষের স্বার্থে কাজ করছে সরকার । তাই সবকা সাথ সবকা বিকাশ সম্ভব হচ্ছে। আজকের এই প্রশিক্ষণ বর্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
“সিপিআইএম তিনটা রাজ্যে ছিল, অথচ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ধনী পার্টি ছিল
162