Home » গন্ডাছড়ায় প্রবীণ ব্যক্তির মৃত্যু।

গন্ডাছড়ায় প্রবীণ ব্যক্তির মৃত্যু।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ২৪ ডিসেম্বর:- ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার সরমা এডিসি ভিলেজের ইন্দ্র মোহন সরকার পাড়ার বাসিন্দা ক্ষিরমোহন সরকার (৮৬) বৃহস্পতিবার সন্ধ্যা রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এলাকার এই প্রবীণ ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে রবিবার উনার বাড়িতে ছুটে যান বিজেপি রাইমাভ্যালী মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার। নেতৃত্বরা শোকাহত পরিবার-পরিজনদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য কিরমোহন সরকার এলাকার একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। পূজা পার্বণ থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি সব কিছুতেই তিনি এলাকাবাসীদের পরামর্শ দিতেন। তিনি এক বছরেরও বেশি সময় ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। উনার মৃত্যুতে এলাকার মানুষ সত্যিকারের একজন অভিভাবককে হারালেন এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You may also like

Leave a Comment