Home » কালী বাজারে (ভেতর বাজার) দেওয়ালির সময় নির্মিত প্যান্ডেলের বাঁশের কারণে প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত কৃষক ও ক্রেতারা।

কালী বাজারে (ভেতর বাজার) দেওয়ালির সময় নির্মিত প্যান্ডেলের বাঁশের কারণে প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত কৃষক ও ক্রেতারা।

by admin

প্রতিনিধি মোহনপুর:-কালী বাজারে (ভেতর বাজার) দেওয়ালির সময় নির্মিত প্যান্ডেলের বাঁশের কারণে প্রতিদিন সমস্যা সম্মুখীন হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত কৃষক ও ক্রেতারা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ প্যান্ডেলের বাঁশ গাড়ি ঘোরানোর ক্ষেত্রে এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এই সমস্যা সমাধানের জন্য কোন উদ্যোগ নেই বাজার কতৃপক্ষের।
বামুটিয়ার কালীবাজারে (ভেতর বাজার) প্রতিদিন শত শত কৃষক সবজি বিক্রি করতে ভিড় জমান সকাল থেকেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা সবজি কেনার জন্য প্রায় কয়েকশ যানবাহন নিয়ে হাজির হন কালী বাজারে। কালীবাজারের সবজি বাজার থেকে সবজি কেনার পর ব্যবসায়ীরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই সবজি গাড়িতে তোলেন। কিন্তু গত দেওয়ালির সময় ভেতর বাজারে কালী পূজা করার জন্য প্যান্ডেল নির্মাণ করতে রাস্তার পাশে সারিবদ্ধভাবে বাঁশ বাঁধা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই প্যান্ডেলের বাঁশ খোলা হয়নি। প্রতিদিন দূরদূরান্ত থেকে গাড়ি নিয়ে আগত কৃষকরা এই প্যান্ডেলের বাঁশের কারণে সবজি উঠানামা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও ব্যবসায়ীরা রাস্তার পাশে গাড়ি রেখে সবজি তোলার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছে। বাজার কর্তৃপক্ষের এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতাকে ঘিরে কৃষকদের এবং ব্যবসায়ীদের এই সমস্যা নিরসন করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।

You may also like

Leave a Comment