Home » কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পূর্ব চরকবাই অনুষ্ঠীহয় বিকশিত ভারত সংকল্প যাত্রা।

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পূর্ব চরকবাই অনুষ্ঠীহয় বিকশিত ভারত সংকল্প যাত্রা।

by admin

শান্তির বাজার প্রতিনিধি: অন্তিম ব্যাক্তির কাছে সকলপ্রকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করেযাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। সকলের কাছে সরকারি সুযোগ সুবিধা পোঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের বিভিন্নপ্রান্তে অনুষ্ঠীত করাহচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতিঘরে সুশাসন ২ .০ মেলা। এইমেলার মধ্যে মোদি গেরেন্টি গাড়ীর মাধ্যমে কেদ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর তথ্য সকলের সামনে তুলেধরাহয়। অপরদিকে বিভিন্ন সরকারি দপ্তরের ষ্টলের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজনের কাছে অতিসহজে পৌঁছে দেওয়াহয়। এইকর্মসূচীকে সামনে রেখে শনিবার বিকেলবেলায় জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে পূ্র্বচরকবাই গ্রামপঞ্চায়েত মাঠে অনুষ্ঠীত করাহয় বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন ২ .০ মেলা। এইমেলার মাধ্যমে জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে সকল প্রকারের সরকারি সুযোগ সুবিধা লোকজনদের কাছে অতি সহজ পদ্বতিতে পৌঁছে দেওয়াহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌঁমিক, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, অতিরুক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত দাস, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, তমাল বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচি ও কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনার কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

You may also like

Leave a Comment