Home » রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। কৃষিমন্ত্রী।

রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। কৃষিমন্ত্রী।

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া।

রাজ্যে মোট ১০ লক্ষ ৪৯ হাজার হেক্টর জমি রয়েছে। তার মধ্যে ২৪ শতাংশ জায়গায় কৃষি কাজ হয়। তাহলে কৃষিতে স্বয়ম্ভর করতে গেলে, কৃষি, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, এগ্রিকালচার, হটিকালচার সব যুক্ত করে প্রাইমারি সেক্টরে যেটা রয়েছে সেটাকে আরো উন্নত করতে হবে। কারণ রাজ্যের ৭০% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। রাজ্যের কৃষকরা উৎপাদন না করলে অন্নের সংস্থান সম্ভব নয়। রাজ্যের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষিতে স্বয়ম্বর। আজ দুপুরে তেলিয়ামুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় প্রাঙ্গণে ব্লক লেভেল প্রতি ঘরে সুশাসন ও ভারত সংকল্প যাত্রার সূচনা করে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ এই কথা বলেন। উক্ত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে সব কে সাথ সব কা বিকাশ নীতিতে কাজ করে চলেছেন দিনরাত। সেই চিন্তা ধারাতেই চলছে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক চান্দনী চন্দ্রন, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্ব-সহায়ক দলকে আর্থিক ঋণ প্রদান করা হয়। তাছাড়া একজন কৃষককে চাষাবাদের জন্য ট্রাক্টর, ৩৫ জন সুবিধাভোগী মহিলাকে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হয়। আজকের কর্মসূচিতে ব্লক প্রাঙ্গণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সরকারি স্টল খুলে জনগণের মধ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়।

You may also like

Leave a Comment