Home » তেলিয়ামুড়ায় অন্যতম সামাজিক সংস্থা হিসেবে পরিচিত মা ত্রিপুরেশ্বরী সেবক দলের বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বুধবার।

তেলিয়ামুড়ায় অন্যতম সামাজিক সংস্থা হিসেবে পরিচিত মা ত্রিপুরেশ্বরী সেবক দলের বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বুধবার।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া। তেলিয়ামুড়ায় অন্যতম সামাজিক সংস্থা হিসেবে পরিচিত মা ত্রিপুরেশ্বরী সেবক দলের বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় বুধবার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী সাহা রায়,পুর পরিষদের কাউন্সিলার তথা রাজ্য সরকারের সুনাগরিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য্য প্রমুখ।
তাদেরই এই সামাজিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বিধায়িকা সহ উপস্থিত সকলে। জানা যায় বিগত এক বছর যাবত প্রতিদিন পথে থাকা নিরীহ ভবঘুরে সহ অসহায় মানুষদের বিনামূল্যে প্রতিদিন খাবার প্রদান করা হয় এই মা পুরেশ্বরী সেবক দলের পক্ষ থেকে এছাড়াও বিভিন্ন অসহায় মানুষদেরকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনেও সকলের আশীর্বাদে তাদেরই কর্ম প্রয়াস জারি থাকবে।

You may also like

Leave a Comment