প্রতিনিধি, উদয়পুর :-
বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে উদয়পুর শালগড়া গ্রাম পঞ্চায়েতে । সংকল্প যাত্রার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । এছাড়া ছিলেন , গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, টেপানিয়া ব্লকের ভিডিও ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমূখ । এদিন শালগড়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মত বিনিময়ে সরাসরি অংশ নেন । অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিক ভাষণ রাখতে গিয়ে বলেন , কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গরিব কল্যাণকারী ফ্ল্যাগশিপ স্কিমগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশ জুড়ে চালু করা হয়েছে । যাতে এই প্রকল্পগুলির সুবিধাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়। সেখানে সরকারের বিভিন্ন গরীব কল্যাণকারী যোজনার লাভার্থীদের সঙ্গে কথা বলে এবং উপস্থিত সকলের নিকট আবেদন জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সকল গরিব কল্যাণকারী যোজনা গুলি চালু করা হয়েছে সেগুলি থেকে সুবিধা নিতে এবং এই অমৃত কালে বিকশিত ভারত নির্মাণে তাদের সহযোগিতা কামনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । পরে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন সুবিধা ভোগীদের হাতে সরকারি সুযোগ-সুবিধা সরাসরি হাতে তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । একই সাথে এদিন শালগড়া স্কুল মাঠটি পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিভাবে আগামী দিনে এই ময়দানটিকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং স্টেডিয়াম নতুনভাবে করা যায় কিনা সে বিষয়ে কথা বলেন গোমতী জেলা শাসকের সাথে । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে টেপানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামীন এলাকা সাধারণ গ্রামবাসীদের উপস্থিতি ছিল সারা জাগানো।