ধর্মনগর প্রতিনিধি।
রবিবার অর্থাৎ ১০ ডিসেম্বর ধর্মনগর মহকুমা আইনসভা কমিটির উদ্যোগে আদর্শ সংঘ কমিউনিটি হলে মানব অধিকার দিবস উপলক্ষে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী কোয়েল সিং চৌধুরী এবং আইনজীবী বিকাশ আচার্য ,তারা বলেন মালবাধিকার আইন একটি কেন্দ্রীয় আইন সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে মানুষের যেসব মৌলিক অধিকার ঘোষনা করা হয়েছে সেই সব অধিকার কে সুরক্ষিত করার জন্য। এই আইন প্রণয়ন করা হয়েছে ১৯৯৩ সালে। জীবন স্বাধীনতা সাম্য এবং ব্যক্তির মর্যাদা সুরক্ষিত করার ঘোষণা আছে ।আমাদের এই সংবিধানে ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত রাষ্ট্রসঙ্ঘের দলিলে মানুষের হাতেই মানুষের জীবন স্বাধীনতা সমতা এবং মর্যাদা বারবার লণ্ঠিত হয়েছে ।আজও হচ্ছে সবলের দ্বারা দুর্বলের জীবনের এই বঞ্চনা এবং নিপীড়ন কে বন্ধ করার জন্য জাতীয় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। এছাড়াও বক্তাগণ মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সংস্থার কর্মকর্তাগণ এবং এলাকার ব্যাপক সংখ্যক মানুষ শিবিরে উপস্থিত ছিলেন।
মহকুমা আইনসভার উদ্যোগে অধিকার দিবস পালিত।
130