Home » বিশালগড় বাইপাস ভয়মুক্ত করতে ময়দানে বিধায়ক

বিশালগড় বাইপাস ভয়মুক্ত করতে ময়দানে বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড়,।। বিশালগড় বাইপাস সড়ক ভয়মুক্ত করতে এবার মাঠে নেমেছেন বিধায়ক সুশান্ত দেব। নেশাখোর সমাজবিরোধীদের দমনে পুলিশি তৎপরতা বেড়েছে। এরমধ্যে জনপ্রতিনিধি হিসাবে বিশালগড় বাইপাস ভয়মুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। বুধবার রাত থেকে বিশেষ অভিযান শুরু করেছে বিধায়ক সুশান্ত দেব। এদিন রাত নয়টায় দলের কার্যকর্তাদের নিয়ে পুরো বাইপাস সড়ক পদভ্রমন করেন তিনি। সেই সঙ্গে কথা বলেন বাইপাস সড়কের পাশে দোকানদারদের সঙ্গে। তিনি ব্যবসায়ীদের বলেন কোন অসামাজিক কার্যকলাপ চোখে পড়লে বিধায়ককে ফোন করে জানাতে। নেশাখোর সমাজবিরোধী ছিনতাইকারীদের শক্ত হাতে দমন করা হবে। তিনি সাংবাদিকদের জানান পুলিশ সঠিক দায়িত্ব পালন করছে। বিশালগড়ের শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। কিন্তু বাইপাস সড়কে কিছু সমাজবিরোধী অসামাজিক কার্যকলাপ ঘটিয়ে বিশালগড়ের বদনাম করছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কাজ করছে। তিনি বলেন এদের বরদাস্ত করা হবে না। প্রশাসনের পাশাপাশি ভয়মুক্ত বাইপাস গড়তে সামাজিক দায়িত্ব পালন করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বিধায়ক সুশান্ত দেব। তিনি আরও জানান কেউ রেহাই পাবে না। গত শনিবার এক কংগ্রেস নেতার পুত্র সঙ্গীসাথীদের নিয়ে ছিনতাই কান্ড ঘটিয়েছে। এর থেকে স্পষ্ট যে জনমনে আতঙ্ক ছড়ানোর পেছনে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এছাড়া তিনি জানান শীঘ্রই বাইপাস সড়কে স্ট্রিট লাইট এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বিদ্যুৎ এর এল টি লাইন টেনে স্ট্রিট লাইট এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান বাইপাস নিয়ে মানুষের মন থেকে আতঙ্ক দূর করতে, ভয়মুক্ত বাইপাস গড়তে একজন চৌকিদারের ভূমিকা পালন করবেন। নৈশকালীন পদযাত্রা অব্যাহত থাকবে। রাতের যেকোনো সময়ে বাইপাসে হাঁটবেন বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment