প্রতিনিধি, বিশালগড়, ৫ ডিসেম্বর।। সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় সড়ক সুরক্ষা বিষয়ক প্রচার এবং লিফলেট বিলির পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার তিন দিনব্যাপী এই সচেতনতামূলক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঙ্গলবার সিপাহীজলা জেলা সদর দপ্তর বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধন করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত । অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিবহন আধিকারিক সুমন রক্ষিত, চিফ ভ্যাহিকেল অফিসার দিবাকর দাস, জেলা ট্রাফিক অফিসার অমরজিৎ দেববর্মা , বিশ্রামগঞ্জ অটোরিকশা সংগঠনের সভাপতি নিতাই দেবনাথ প্রমুখ । অনুষ্ঠানে সড়ক সুরক্ষার বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয় এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়। আগামী তিন দিন ধরে গাড়ি সহযোগে সিপাহীজলা জেলার বিভিন্ন অলিতে-গলিতে এবং রাজপথে সড়ক সুরক্ষা নিয়ে মাইক যুগে প্রচার এবং সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিলি করা হবে । সচেতনতামূলক প্রচার গাড়ির সূচনা করেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত । জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি প্রতিনিয়ত চলে । কিন্তু উদ্বেগের বিষয় দুর্ঘটনা রোধ সম্ভব হচ্ছে না। গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক বিধি মেনে চলা সকলের কর্তব্য। নিজের জীবন এবং অন্যান্যদের জীবনের রক্ষার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এছাড়া আলোচনা করেন সিপাহী জলা জেলা পরিবহন দপ্তরে আধিকারিক সুমন রক্ষিত। তিনি বলেন ২০২২ সালে সিপাহীজলা জেলায় ৭৭ টি দুর্ঘটনা ঘটে। তার মধ্যে বাইশ জনের মৃত্যু হয়। ২০২৩ সালে ৬২টি দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ২৮ জনের।এছাড়া আলোচনা করেন চিফ মোটর ভেহিকেলস আধিকারিক দিবাকর দাস বলেন দলবদ্ধভাবে রাস্তায় চলাচল করা উচিত নয়। সতর্কতা অবলম্বন করে রাস্তায় চলাচল করতে হবে। আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে।
124