প্রতিনিধি মোহনপুর:-গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএসের বিশেষ শিবির শুরু হয়েছে। এই শিবিরের অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য। তিনি গাছে জল ঢেলে রক্তদানের আনুষ্ঠানিক সূচনা করলেন এইদিন। এই বিদ্যালয়ে শুরু হয়েছে এনএসএসের বিশেষ ক্যাম্প। ক্যাম্পের চতুর্থ দিনে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিন মোট ১৭ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান প্রসঙ্গে জেলা সভাধিপতি বলেন এই দানের মধ্য দিয়ে একেকজন মানুষ সরাসরি এক একটি জীবন রক্ষা করতে পারেন। এই সেবামূলক চিন্তা ভাবনা আগামী দিনে ছেলে মেয়েদের সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করলেন সভাধিপতি। এছাড়াও এনএসএস এর বিশেষ শিবিরের সার্থকতা কামনা করেন তিনি।
146
previous post