প্রতিনিধি কৈলাসহর:-মিঙ্গাল সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত রবিবার ঊনকোটি কলাক্ষেত্রে।এই অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে সাহিত্য পত্রিকা মিঙালের আভরন উন্মোচন হয়।এই পত্রিকার সম্পাদক অমিত সিনহার উদ্যোগেই এই পত্রিকা প্রতিবছর প্রকাশিত হয়ে আসছে।মন্ত্রী ছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চ্যায়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস,শিক্ষাবিদ অমৃত লাল ভট্টাচার্য,ডাঃ সুশান্ত সিংহ প্রমুখ।নৃত্যানুষ্টানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিল্পী গহীনা সিনহা ।
এভাবেই দিন ভর অনুষ্ঠান চলার পর মধ্যাহ্ন কালীন সাহিত্য আসর শুরু হয়। সেখানে শিক্ষা,স্বাস্থ্য,পরিবেশ নিয়েও কবিরা আলোচনা করেন।অবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শ্রম মন্ত্রীর হাত ধরে মিঙ্গাল সাহিত্য পত্রিকার উদ্ধোধন
127
previous post