প্রতিনিধি। তেলিয়ামুড়া।। দুদিন ব্যাপী (২৭ এবং ২৮ নভেম্বর ইং) রাজধানী আগরতলা টাউন হলে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক কলা উৎসব ২০২৩এ খোয়াই জেলা নজরকারা সফলতা অর্জন করেছে। এ বছরের কলা অনুষ্ঠানে খোয়াই জেলা সর্বমোট আটটি পুরস্কার লাভ করেছে। খোয়াই জেলা থেকে বিভিন্ন বিভাগে ১০ জন মেয়ে এবং ১০ জন ছেলে মোট ২০ জন অংশ গ্রহন করে। এদের মধ্যে একটি বিভাগে প্রথম সহ মোট ৮ টি পুরস্কার নিজেদের দখলে তুলে নিতে সক্ষম হয় খোয়াই জেলা। এদের মধ্যে যথাক্রমে
১)লোকনৃত্য পুরুষ বিভাগে প্রথম হয়েছে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর শাহিদ দেববর্মা
2)ক্লাসিক্যাল নৃত্য মহিলা বিভাগে দ্বিতীয় হয়েছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শ্রাবণী দাস
৩)লোকসংগীত পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছে কল্যানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর জয়দীপ সিনহা
৪)লোকসংগীত মহিলা বিভাগে দ্বিতীয় হয়েছে চেবরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর শ্রীপর্ণা রায়।
৫) থ্রিডি মহিলা বিভাগে তৃতীয় পুরস্কার লাভ করেছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আদ্রিতা নাথশর্মা
৬) থ্রিডি পুরুষ বিভাগে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে তুলাশিখর রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর শহর দেববর্মা
৭) টয় এন্ড গেম এর মহিলা বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে কবি নজরুল বিদ্যাভবন এর রিদম পাল।
৮) টয় এন্ড গেম এর মহিলা বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছে কবি নজরুল বিদ্যা ভবনের ঈশা ঘোষ।
এ বছরের রাজ্য ভিত্তিক কলা উৎসবে খোয়াই জেলার এই সফলতায় খুশি ব্যক্ত করেন খোয়াই জেলা ভিত্তিক কলা উৎসব কমিটি। একটি সঙ্গে জেলার এই সফলতায় খুশি ব্যক্ত করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, এবছর খোয়াই জেলা ভিত্তিক কলা অনুষ্ঠান হয় তেলিয়ামুড়ার টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। সেখানে জেলার বিভিন্ন শিল্পীদের রাজ্যভিত্তিক কলা উৎসবের জন্য মনোনীত করা হয়।
রাজ্যভিত্তিক কলা অনুষ্ঠানে খোয়াই জেলার শিল্পীদের সফলতা।
133