Home » তাইল্যান্ডে রাতের পার্টিতে অমিশার হাতে হাত রেখে ঘুরছেন আরবাজ়

তাইল্যান্ডে রাতের পার্টিতে অমিশার হাতে হাত রেখে ঘুরছেন আরবাজ়

by admin

‘গদর ২’-এর সাফল্যের পর যেন ফের প্রচারের আলোয় ফিরেছেন অমিশা পটেল। নিন্দকেরা অবশ্য বলছেন, এখন মাটিতে পা পড়ছেন না অভিনেত্রীর। এ বার নাকি সলমন খানের ভাই আরবাজ খানের প্রেমে পড়েছেন অমিশা। তাইল্যান্ডে একটি নাইট ক্লাবে দেখা গেল তাঁদের।কালো স্বল্প দৈর্ঘ্যের বডিকন পোশাকে অমিশা। ছাই রঙা স্যুট পরেছেন আরবাজ। একে অন্যের হাত ছাড়ছেন না তাঁরা। হাতে হাত রেখেই প্রবেশ করলেন সেখানে। বেশ খানিক ক্ষণ একসঙ্গে পার্টি করেন তাঁরা। অমিশার ‘গদর ২’ ছবির ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানের ছন্দে পা মেলালেন তাঁরা। শোনা যাচ্ছে, নাইটক্লাবের উদ্বোধনেই সেখানে যাওয়া। কিন্তু তাঁদের ছবি দেখে নেটাগরিকদের ধারণা, হয়তো প্রেমে পড়েছেন আরবাজ-আমিশা।

You may also like

Leave a Comment