
প্রতিনিধি, বিশালগড়,
২৩ নভেম্বর।। নানা সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে বিশালগড় মহকুমার লালসিংমুড়ায় ড: বি আর আম্বেদকর শিশু নিকতনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী বর্ষ উদযাপন করা হয়। এ উপলক্ষে দুই দিন ব্যাপি নানা সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে মঙ্গলদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবতোষ চক্রবর্তী। রজতজয়ন্তী বর্ষ উদযাপনের আহ্বায়ক নারায়ণ সাহা স্বাগত বক্তব্য রাখেন। তিনি দীর্ঘ পঁচিশ বছরের পথচলার নানা দিক তুলে ধরেন। উদ্বোধক বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন এই এলাকার শিক্ষা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই স্কুল। পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুদের সংস্কৃতি ক্রিড়া প্রভৃতি ক্ষেত্রে অংশগ্রহন এবং চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন কর্তব্যের সংস্কৃতির বিকাশে জোর দিতে হবে। সমাজের কল্যাণে নিজেদের সমর্পিত ভাবনা থাকতে হবে। রাষ্ট্রের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করেন। প্রাক্তন কৃতী ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকতে স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রজতজয়ন্তী বর্ষ উদযাপনের সমাপ্তি ঘটবে বলে জানান প্রধান শিক্ষক ভবতোষ চক্রবর্তী ।