Home » বিধায়ক ভগবান দাসের জন্মদিনে ব্যাতিক্রমী সামাজিক কর্মসূচি

বিধায়ক ভগবান দাসের জন্মদিনে ব্যাতিক্রমী সামাজিক কর্মসূচি

by admin

প্রতিনিধি কৈলাসহর:-৫০ নং পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের ৪৯ তম জন্মদিন উপলক্ষে ওনার ব্যাক্তিগত উদ্যোগে আজ সারাদিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।দুপুর দেড়টা নাগাদ সংশ্লিষ্ট এলাকার দুঃস্থ বয়স্ক ব্যক্তি এবং কুমারঘাট পুর পরিষদের সাফাই কর্মীদের নিয়ে কুমারঘাট শহরের প্রাচীনতম শিবমন্দিরে জন্মদিন উপলক্ষে পূজার্চনা করেন এবং কুমারঘাটবাসীর মঙ্গলার্থে শান্তিযজ্ঞ করেছেন বিধায়ক শ্রী দাস।এরপর প্রসাদ বিতরণের পাশাপাশি শতাধিক গরিব দুস্থ মানুষের হাতে শীতের এই মরশুমে শীতবস্ত্র তুলে দিয়েছেন। সন্ধ্যায় কুমারঘাট অভেদানন্দ আশ্রম এবং রামকৃষ্ণ মিশনের প্রায় ৫০ জন অনাথ শিশুদের হাতে খাবার এবং বস্ত্র উপহার দিয়েছেন।সারাদিনব্যাপী ওনার সামাজিক কর্মসূচিতে যুক্ত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাসের সহধর্মিনী সোমা দাস, ঊনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ,মন্ডল সভাপতি কার্তিক দাস ও মন্ডল সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা এবং যুব মোর্চার নেতৃত্ববৃন্দ।বিধায়ক শ্রী দাস জন্মদিন উপলক্ষে প্রতি বছরই ব্যতিক্রমী সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিনটিকে উদযাপন করে থাকেন।এবছরও এই ধারা অব্যাহত রেখে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সারাদিন তাদের সাথেই অতিবাহিত করেছেন।

You may also like

Leave a Comment