প্রতিনিধি মোহনপুর:-বিকাশ ভারত সংকল্প অভিযান যাত্রার অঙ্গ হিসেবে হেজামারা ব্লকের অন্তর্গত চান্দপুরে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন নথিপত্রের আবেদন গ্রহণ করার পাশাপাশি নথিপত্র প্রদান করা হয়েছে। এই ধরনের উদ্যোগে কেন্দ্র করে এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন এদিন।
গোটা রাজ্যে বিকাশ ভারত সংকল্প অভিযান একযোগে শুরু হয়েছে। মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি রঙ্গ হিসেবে বিভিন্ন উপজাতি অর্ধশিত অঞ্চলে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রশাসনিক শিবিরে ইনকাম সার্টিফিকেটের আবেদন পত্র জমা হয়েছে ৭০ টি। সার্টিফিকেট প্রদান করা হয়েছে ৭০ টি। পিআরটিসির আবেদন জমা হয়েছে ৫০ টি।প্রদান করা হয়েছে ২৫ টি। আধার কার্ডের আবেদন এসেছে ২৭ টি। প্রদান করা হয়েছে ২৭ টি। রেশন কার্ডের আবেদন এসেছে ৪ টি। প্রদান করা হয়েছে ৪ টি।এসটি সার্টিফিকেটের আবেদন এসেছে ৭০ টি। প্রদান করা হয়েছে ২৫ টি।এছাড়াও অন্যান্য দপ্তরের তরফে প্রদান করা হয়েছে বিভিন্ন পরিষেবা। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামারা ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান নিহার দেববর্মা, হেজামারা ব্লকের বিডিও অবেড এল ডারলং এবং অন্যান্যরা
বিকাশ ভারত সংকল্প অভিযান যাত্রা অনুষ্ঠিত হয় চান্দপুরে
195
previous post