
প্রতিনিধি কৈলাসহর:-কুমারঘাট মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার আধুনিকীকরণে যুক্ত হয়েছে আল্ট্রা সনোগ্রাফি ইউনিট।গত ১৫ই নভেম্বর সাড়ে ১০টা নাগাদ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে এই নতুন আলট্রা সনোগ্রাফি ইউনিট এর উদ্বোধন হয়।ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এই ইউনিট চালু করা হয়েছে। প্রতি বুধবার সকাল ৯ টা থেকে বিকেল চারটা অব্দি এই সোনোগ্রাফি পরিষেবা প্রদান করা হবে।সেক্ষেত্রে শুধুমাত্র গর্ভবতী মায়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে যা উদ্বোধনের দিনেই ৫ জন গর্ভবতী মায়ের সোনোগ্রাফি করা হয়।বাকিদের আপাতকালীন পরিষেবার ক্ষেত্রে ইউজার চার্জ আপাতত কিছুটা নেওয়া হবে। যেহেতু এন্টিনেন্টাল চেকআপ দুই থেকে তিনবার করতে হয়। পুরোপুরি নতুন আঙ্গিকে এবং স্থায়ী চিকিৎসকের ব্যবস্থা হওয়ার পরেই এই আল্ট্রা সনোগ্রাফি ইউনিট চালু হয়েছে।শোনা গেছে কিছুদিনের মধ্যেই কুমারঘাট হাসপাতালে এক্স-রে ইউনিট চালু করার চূড়ান্ত প্রস্তুতি চলছে।বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবার উপর গুরুত্ব দিয়ে মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও হেলথ ওয়েলনেস সেন্টার প্রতিটা জায়গার স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে। কুমারঘাট মহকুমায় এই আল্ট্রা সনোগ্রাফি ইউনিট চালু হওয়ার ফলে উপকৃত হবেন কুমারঘাট মহকুমাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ভগবান চন্দ্র দাসের সাথে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ,কুমারঘাট মহকুমা হাসপাতালের সাবডিভিশনাল মেডিকেল অফিসার ডঃ হরেন্দ্র রিয়াং ও সনোলজিস্ট ডক্টর রাজর্ষি দাস।