Home » জন্মদিনে বিধায়কের শীতবস্ত্র বিতরণ

জন্মদিনে বিধায়কের শীতবস্ত্র বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৩ নভেম্বর।। দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমে নিজের জন্মদিন পালন করেন বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব। নিজের জন্মদিন কাটালেন সমাজের অন্তিম ব্যক্তিদের সঙ্গে। সোমবার জন্মদিনে রিকশা শ্রমিক, ঠ্যালা শ্রমিক এবং পুর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। শীতবস্ত্র হাতে তুলে দিয়ে শ্রমিকদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন তিনি । রিস্কা শ্রমিক ঠেলা শ্রমিক এবং সাফাই কর্মীরা বিধায়ক সুশান্ত দেব কে দুহাত তুলে আশীর্বাদ করেন। বিধায়ক সুশান্ত দেব বলেন সমাজের সকল অংশের মানুষের জন্য আমি দিনরাত কাজ করতে চাই। আপনাদের যে কোন সমস্যা আমাকে জানাবেন। আমি সমাধানের চেষ্টা করবো। এছাড়া এদিন শুভেচ্ছার জোয়ারে ভাসেন তরুণ বিধায়ক সুশান্ত দেব। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা সামাজিক মাধ্যমে বিধায়ক সুশান্ত দেবকে শুভেচ্ছা জানিয়েছেন। বিধায়কের সুখী সমৃদ্ধ জীবন সুস্থ দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন সাংসদ, মন্ত্রিসভার সদস্য সদস্যা, বিধায়করা সামাজিক মাধ্যমে সুশান্ত দেব কে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এছাড়া বিশালগড়ের দলীয় কার্যকর্তারা সন্ধ্যা রাতে মন্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে বিধায়ক সুশান্ত দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মন্ডল কমিটি সহ প্রতিটি মোর্চার সদস্য সদস্যরা বিধায়কের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ গ্রহণ করেন বিধায়ক। সন্ধ্যা রাতে সপরিবারে সৎসঙ্গে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment