126
প্রতিনিধি মোহনপুর:-২নং মোহনপুর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি প্রভাত দেবনাথের উদ্যোগে দীঘালিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের পঠন-পাঠনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর প্রদান করেন। পাশাপাশি প্রত্যেক অভিভাককে গার্ডিয়ান ডায়রী দেওয়া হয়েছে। যাতে প্রত্যেক অভিভাবক অভিভাভিকা ছাত্রছাত্রীদের পড়াশুনায় দূর্বল জায়গাগুলি খুব সহজেই মার্ক করে ছেলেমেয়েদের সংশোধন করতে পারেন। ওবিসি মোর্চার মন্ডল সভাপতির এই ধরনের উদ্যোক্তা কেন্দ্র করে অত্যন্ত উৎসব ও লক্ষ্য করা গেছে স্থানীয়দের মধ্যে