শান্তিরবাজার প্রতিনিধি : অন্যান্যবছরেরন্যায় এইবছরও শ্যামা মায়ের আরাধনায় মাতোয়াতা হয়েছেন পিলাক পার্কিং জোন এর পূজি কমিটির উদ্দ্যোগতারা। জোলাইবাড়ীতে সবচেয়ে বিগ বাজেটের পূজা হলো পিলাক পার্কিং জোনের পূজা। পূজাকে কেন্দ্রকরে এইবছর দুইদিনের মেলার আয়োজন করাহয়েছে। মেলা ও পূজা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে পূজা কমিটির উদ্দ্যোগতারা জানান এইবছরে পূজার বাজেট ৪ লক্ষটাকা। পূজাকেকেদ্রকরে আয়োজিত দুইদিনব্যাপী মেলাতে আগত দোকানদারথেকে কোনোপ্রকারের অর্থ আদায় করাহবেনা বলে জানান পূজা কমিটির উদ্দ্যোগতারা। অন্যান্য জায়গায় মেলাতে দোকান দিতেগেলে দোকানদারদের কিছু অর্থ প্রদান করতেহয় কিন্তু পিলাক পার্কিং জোনে আগত দোকানদারদের কোনোপ্রকারের অর্থ প্রদানকরতেহবেনা। সকলে নিজ খুশিমতো মেলায় দোকানপাঠনিয়ে বসতে পারবেন। পূজা কমিটি জানান এই পূজাকে কেন্দ্রকরে সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরাহয়েছে । অন্যান্য বছরেরন্যায় পিলাক পার্কিং জোনে আয়োজিত পূজাকে কেন্দ্রকরে ব্যাপকহারে দর্শনার্থীর সমাগমঘটবে বলে আশাবেক্তকরেন পূজা কমিটির উদ্দ্যোগতারা।
দীপাবলীকে কেন্দ্রকরে ব্যাপকহারে প্রস্তুতি চালাচ্ছে পিলাক পার্কিং জোন এর কালী পূজা কমিটির ।
by admin
written by admin
114
next post