Home » সোলার স্ট্রীট লাইট বদলে দিয়েছে ভয় ভীতির পরিবেশ

সোলার স্ট্রীট লাইট বদলে দিয়েছে ভয় ভীতির পরিবেশ

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়ার তালতলা কাঁঠাল গাছতলা একসময় চোর, ডাকাত, ছিনতাইবাজদের আস্তানা ছিল। বর্তমানে সৌরশক্তি পরিচালিত সোলার লাইট বসানো হয়েছে এই স্থানে। ঝকঝকে আলোর মধ্য দিয়ে নির্দ্বিধায় যাতায়াত করতে পারছেন সাধারণ মানুষ। পূর্বের সমস্যা সমাধান হয়ে গেছে এই সোলার লাইটের কারণে। দাবী স্থানীয়দের।
রাজ্যের গ্রামীন এলাকাতে সোলার স্ট্রিট লাইট সান্ধ্যকালীন নাগরিক জীবনে কতটা পরিবর্তন এনেছে তার একটি দৃষ্টান্ত বামুটিয়া বিধানসভার তালতলা সংলগ্ন কাঁঠাল গাছতলা। এলাকার মানুষ এই এলাকাতে কতবার চোর ডাকাত ছিনতাইবাজদের খপ্পরে পড়েছে তার কোন লিখিত পরিসংখ্যান নেই। এই এলাকা দিয়ে সন্ধ্যার পর যাতায়াত করা অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে পড়েছিল। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই এলাকাতে সোলার স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাতভর ঝকঝকে আলোতে পরিস্কার দেখা যাচ্ছে রাস্তা। যার ফলে ভয় মুক্ত পরিবেশে অবাধে চলাফেরা করতে পারছেন এলাকার সাধারণ মানুষ। এইভাবে এলাকার বহু স্থানে সোলার স্ট্রীট লাইট বসিয়ে মানুষের সমস্যা সমাধান করে দিয়েছে সরকার। স্থানীয়দের দাবি এই ধরনের উদ্যোগ নিয়মিত গ্রহণের পাশাপাশি সোলার স্ট্রীট লাইট গুলো নিয়মিত মেরামতের মধ্য দিয়ে এই পরিষেবা জারি রাখুক সরকার।

You may also like

Leave a Comment