শান্তিরবাজার প্রতিনিধি : রিয়াং সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল এই সরকার বক্তা মন্ত্রী শুক্লাচরণ ।
TRP&PTG দপ্তরের অধীন
গোমতী,দক্ষিণ জেলা ভিত্তিক আজ শান্তির বাজার মহকুমা বীরচন্দ্রমনু স্থিত ব্রু সংগ্রংমা মেলার প্রাঙ্গনে, পিটিজিবি দপ্তরের উন্নয়নের আরো বেশি কাজের গতি আনতে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ব্রু সংগ্রংমা সামাজিক সংস্থার রিয়াং সম্প্রদায়ের লোকজনদের নিয়ে। পাশাপাশি ব্রু রিয়াং সম্প্রদায়ের আগামী দিনের কাজ সহ আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে দপ্তরের আধিকারিক দের নিয়ে আলোচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজকের এই আলোচনা সভাকে কেন্দ্র করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন পিটিজিবি দপ্তরে ডাইরেক্টর নগেন্দ্র দেববর্মা, ব্রু সংগ্রংমা মথহ্ সমাজিক সংস্থা জেনারেল সেক্রেটারি খনারম রিয়াং, পাশাপাশি এই সামাজিক সংস্থার বিভিন্ন পাড়া চৌধুরী সহ দক্ষিণ এবং গোমতী জেলার রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন লোকজনরাও উপস্থিত ছিলেন। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় পিটিজিবি দপ্তরের বিভিন্ন স্কিম নিয়ে বিশদভাবে আলোচনা হয়। আজকের এই পিটিজিবি দপ্তর এবং ব্রু সংগ্রংমা মথহ্ সমাজিক সংস্থা উদ্যোগে এই ধরনের জনসচেতন মূলক আলোচনা সভা কে কেন্দ্র করে রিয়াং জনজাতি অংশের লোকজনদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
মন্ত্রী উপস্থিতিতে রিয়াং সম্প্রদায়ের লোকজনদের নিয়ে সচেতন মূলক বৈঠক ।
140
previous post