Home » উদয়পুর সুখ সাগর জলা হারাতে বসেছে তার উজ্জ্বলতা ।

উদয়পুর সুখ সাগর জলা হারাতে বসেছে তার উজ্জ্বলতা ।

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

বিগত বাম সরকার উদয়পুর সুখসাগর জলায় অবৈজ্ঞানিকভাবে একটি জলের ক্যানেল তৈরি করার ফলে ধীরে ধীরে হারাতে বসেছে ধানি জমি গুলির চাষবাস। বর্তমানে এই সুখসাগর জলার অধিকাংশ জমিগুলি খিল অবস্থায় পড়ে রয়েছে । কোন জমির কৃষক চাষবাস করার জন্য উদ্যোগ গ্রহণ করছে না । তার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ জলের অভাব। দিনের পর দিন ধানের জমিগুলি এইভাবে জঙ্গলে পরিণত হয়ে উঠছে । আবার কোথাও দেখা গিয়েছে জমিতে ধান চাষ করতে না পেরে কৃষকরা তাদের জমিতে পুকুর কেটে মাছ চাষ করার জন্য উদ্যোগ নিয়েছে । জানা যায় এই জমিগুলিতে দুই ফসলের ধান উৎপাদিত হতো যা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। আর একমাত্র কারণ সেচের জল সঠিকভাবে না পাওয়ার কারণে । যেভাবে একটি বাঁধ নির্মাণ করে দেওয়া হয়েছে জমির মধ্য দিয়ে তাতে করে কোথাও জলের অভাব আবার অন্য কোথাও ড্যাম তৈরি হয়েছে । বর্তমানে কৃষকরা চাইছে সঠিক জল সেচের ব্যবস্থা যেন সরকার করে দেয়। তাহলে উপকারে আসবে তাদের এই জমিগুলি বাঁচবে তাদের জীবন জীবিকা । বর্তমানে সরকারের দিকে তাকিয়ে রয়েছে কৃষক মহল ।

You may also like

Leave a Comment