Home » আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে শুরু হল দুদিনের মহা কঠিন চিবর দানোৎসব*

আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে শুরু হল দুদিনের মহা কঠিন চিবর দানোৎসব*

by admin

আগরতলা, 5 নভেম্বর:

=====================================================

আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় শুরু হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মহা কঠিন চিবর দানোৎসব ২০২৩। দুদিন ব্যাপী এই উৎসব চলবে রবিবার পর্যন্ত। শনিবার সন্ধ্যায় এই পবিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা: বিশাল কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্রোত রঞ্জন খিসা ও মহাকঠিন চিবর দানোৎসব কমিটির অন্যতম কর্মকর্তা হৃদয় কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনুবন বুদ্ধ বিহারের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ খেমাচারা মহাথেরো।
অনুষ্ঠানের উদ্বোধন করে জেলাশাসক ডা: বিশাল কুমার বলেন, এই কঠিন চিবর দানোৎসবে অংশ নিতে পেরে খুবই খুশি ও আনন্দিত মনে হচ্ছে। সবাইকে এই উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানাই। পাশাপাশি কঠিন চিবর দানোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন তিনি। সেই সঙ্গে বেনুবন বুদ্ধ বিহারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
কঠিন চিবর দানোৎসবের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার সন্ধ্যা থেকেই বেনুবন বিহার চত্বরে কঠিন চিবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) বোনা শুরু করেন ধর্মপ্রাণ মহিলারা। সারা রাত ধরেই চিবর বোনার কাজ করবেন তারা। পরদিন অর্থাৎ রবিবার দুপুরে প্রস্তুত হওয়া পরিধেয় বস্ত্র বৌদ্ধ ভিক্ষুদের দান করা হবে। এই উপলক্ষে ধলাই জেলার মনুর তিলক পাড়া, গোমতী জেলার করবুক, পতিছড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষ বেনুবন বিহারে জড়ো হন। এছাড়া উৎসবকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানে বেনুবন বিহার চত্বরে জাতি জনজাতি প্রচুর অংশের মানুষের সমাগম হয়।
দুদিন ব্যাপী এই উৎসবে রবিবার অনুষ্ঠিত হবে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। সকাল ৬টায় বৌদ্ধ ভিক্ষুদের প্রাতরাশ প্রদান করার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। সকাল ৭টায় বৌদ্ধ পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বুদ্ধ পূজা, সঙ্ঘদান ও অস্টপরিষ্কার দান করা হবে। সকাল ১০টায় মন্দিরে উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেবেন বৌদ্ধ ভিক্ষুগণ। দুপুর দেড়টায় কঠিন চিবর (বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) মাথায় নিয়ে রাজপথে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবর দান করা হবে। বেলা আড়াইটা নাগাদ অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি উত্তোলন করা হবে।

You may also like

Leave a Comment