Home » বেনামী আয়ুর্বেদিক বিজ্ঞাপনে মুখ ঢেকেছে উদয়পুর

বেনামী আয়ুর্বেদিক বিজ্ঞাপনে মুখ ঢেকেছে উদয়পুর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রাস্তার ধারে যত্রতত্র ছোট বড় বেনামী আয়ুর্বেদিক ব্যানার আর হোডিংয়ে ছেয়ে গিয়েছে উদয়পুর । ফলে দৃশ্য দূষণের অভিযোগ ওঠে আসছে শহরবাসীদের পক্ষ থেকে । উদয়পুর শহরের সুভাষ সেতু ব্রীজ কর্নার থেকে শুরু করে আরো একাধিক জায়গায় বড় বড় হোডিং লাগানো হয়েছে । পশ্চিমবঙ্গ থেকে কিছু বেনামী আয়ুর্বেদিক ডাক্তার উদয়পুরের বিভিন্ন হোটেল ও ও বিভিন্ন এলাকায় ঘর ভাড়া করে আয়ুর্বেদিক এর নাম করে আয়ুর্বেদিকের নাম করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন চলছে পশ্চিমবঙ্গ থেকে আসা একদল যুবকের এই ব্যবসার রমরমা । এরই মধ্যে ফোটা মাটি এলাকায় একটি বেনামী আয়ুর্বেদিক ডাক্তার মানুষের বাড়ি ঘরে ঢুকে কেরলের আয়ুর্বেদিক কোম্পানির নাম করে ওষুধ বিক্রি করছে ‌ । তাকে কিছু জিজ্ঞেস করার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সেই বেনামী ডাক্তার। দিনের পর দিন এভাবে উদয়পুর শহর ও তার আশপাশ এলাকা জুড়ে এই ধরনের আয়ুর্বেদিক পোস্টার লাগিয়ে যে ব্যবসা চালানো হচ্ছে যাতে করে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে পড়ছে।। শুধু তাই নয় আরো নানা রোগী আক্রান্ত হচ্ছে এই ধরনের ওষুধ সেবন করার পর । তাই খুব সহজে যদি মহকুমা প্রশাসন এই বিষয়ে কোন হস্তক্ষেপ না করে তাহলে আগামী দিনে ভয়াবহ রূপ ধারণ করবে গোটা উদয়পুর শহর। এরফলে বেশি পরিমাণে মানুষ এই ধরনের বেনামী ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে বলে মনে করছে উদয়পুরের সচেতন মহল ।

You may also like

Leave a Comment