প্রতিনিধি, বিশালগড় , ২ নভেম্বর ।। সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন সাংস্কৃতি কলা ক্ষেত্রে জেলাভিত্তিক স্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সাইন্স এন্ড টেকনোলজি দপ্তরের নোডাল অফিসার শুভ্রনীল রায়, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রিন্সিপাল চিরকুমার দেববর্মা, ভাইস প্রিন্সিপাল সজল দেববর্মা প্রমুখ। নাটক প্রতিযোগিতায় জেলার বাইদ্যার দিঘী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ভারতরত্ন চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় , বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অরবিন্দ নগর দ্বাদশ শ্রেণ বিদ্যালয়, এস ডি বর্মন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সোনামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অংশগ্রহণ করে । ছাত্র ছাত্রীরা কুসংস্কার, বাল্যবিবাহ সহ বিভিন্ন থিমের উপর নাটক পরিবেশন করেন। আলোচনা করতে গিয়ে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করতে হবে। বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই রয়েছে। এরমধ্যে বিজ্ঞানের সুফল গুলো নিয়ে বাঁচতে হবে।
152
next post