প্রতিনিধি মোহনপুর:-এয়ারপোর্ট থানা দিন পেপারিয়া এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে দিনভর অবরোধ থাকলো আগরতলা বামুকা সড়ক। অবশেষে প্রাক্তন বিধায়কের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ মুক্ত হয় এই সড়ক। যদিও বহিরাগত কিছু সিপিআই (এম) রাজনৈতিক স্বার্থান্বেষীদের উপস্থিতিতে দিনভর পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা জারি ছিল।
বুধবার রাত আনুমানিক ১০ টা নাগাদ আগরতলা বামুটিয়া সড়ক দিয়ে তেবাড়িয়া এলাকায় হাঁটার সময় অধীর সরকার (৩০) নামে এক যুবককে শজোরে ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। রাতেই উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয় অধীরকে। কিন্তু ব্যাপক রক্তক্ষরণ এবং মস্তিষ্কে অভ্যন্তরীণ আঘাতের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। বৃহস্পতিবার দুপুরে তেবাড়িয়া এলাকায় তার মৃতদেহ নিয়ে আসতেই উত্তেজিত এলাকাবাসী আগরতলা বামুটিয়া সড়ক অবরোধ করে বসে। দাবি করে অভিযুক্তকে শনাক্তকরণের পাশাপাশি গাড়ি উদ্ধার করার জন্য। প্রায় দু’ঘণ্টা অবরোধ থাকার পর দাবি পূরণের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় এই সড়ক। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই বহিরাগত কতিপয় রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তিরা এই স্থানে উপস্থিত হয়ে পুনরায় মানুষকে বিভ্রান্ত করে পথ অবরোধ সংঘটিত করায়। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর চরম সমস্যার সম্মুখীন হন বামুটিয়ার সাধারণ মানুষ। অবরোধকারীরা বিভিন্ন প্রান্ত থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে বারবার। যদিও এয়ারপোর্ট থানার পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে সন্ধ্যা ৬ টা নাগাদ বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ঘটনাস্থলে আসেন। অবরোধকারীদের সাথে কথা বলেন। আশ্বাস দেন আগামী ৩ দিনের মধ্যে অভিযুক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। এই আশ্বাস পেয়েই অবরোধ মুক্ত হয় আগরতলা বামুটিয়া সড়ক।
গাড়িত ধাক্কায় যুবকের মৃত্যুহয় পথ অবরোধ,পরিস্থিতি ঘোলা করতে রাজনৈতিক চক্রান্ত
105