
প্রতিনিধি, বিশালগড়, ৩১ অক্টোবর।। বিশালগড় মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে আইনি বিষয়ে সচেতনতার কাজ জারি রয়েছে। মঙ্গলবার ধনছড়ি স্কুলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে। আইনি সচেতনতা শিবিরে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। আইনজীবী সুমিতা রায় ড্রাগসের অপব্যবহার এবং তার ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আমাদের যুব সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এই উঠতি বয়সী ছাত্র যুবকদেরই নেশার অন্ধকার জগতে টেনে নেওয়া হচ্ছে। একবার এই নেশার অন্ধ গলিতে পা রাখলে ফিরে আসা খুব কঠিন। তাই আগে থেকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। অভিভাবকদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেন তিনি। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ জীবন রয়েছে। এই সময়ে শুধু পড়াশোনায় মনোযোগী থাকতে হবে। বিদ্যালয়ে ড্রাগসের অপব্যবহার বিষয়ে শিবির আয়োজন করায় অত্যন্ত খুশি শিক্ষক অভিভাবকরা।