Home » সট সার্কিটের আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান

সট সার্কিটের আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান

by admin

নিজস্ব প্রতিনিধি খোয়াই ২৯ অক্টোবর:- লক্ষ্মীপুজোর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত চারটি দোকান,ব্যবসায়ীর মাথায় হাত । ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাদিক টাকা। ঘটনা রবিবার ভোর রাতে খোয়াই পুরাতন জিপ স্ট্যান্ড এলাকায় । উল্লেখ্য যে শনিবার রাতে লক্ষ্মী পুজোর আনন্দ উপভোগ শেষে গোটা খোয়াই শহরের মানুষ যখন ক্লান্ত শরীর নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন ঠিক সেই রাতে শেষ বেলায় অনুমানিক ভোর চারটা নাগাদ ক্ষতি গ্রস্ত চারটি দোকানের মধ্যে কোন এক দোকান থেকে আগুনের সূতরপাত হয় সেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অন্যান্য দোকান গুলিতে, ঠিক সেই সময় কোন এক পথচারী প্রাত ভ্রমণ কিংবা জরুরী কোন প্রয়োজনে রাস্তায় বেরিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে সাথে সাথেই সেই পথচারী ছুটে যায় খোয়াই দমকল বিভাগে, দমককর্মীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেলেও আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়ে গিয়েছিল যে একটি দমকল ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা কোন ভাবেই সম্ভব হচ্ছিল না ।পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে খবর পাঠানো হয় কল্যাণপুর দমকল বিভাবে,কল্যাণপুর দমকল বিভাগের আরও একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনস্থলে এবং মোট দুটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও শেষ রক্ষা কিছুই হয়নি,চারটি দোকানই পুড়ে ছাই হয়ে যায় মধ্যে ছিল একটি মিষ্টির দোকান একটি খবরের হোটেল একটি সবজির দোকান এবং একটি মবিল ও মোটর গাড়ি এবং বাইকের যন্ত্রাংশের দোকান সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষের ও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর । অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিকরা এবং মানসিক ভাবে অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েন ।

You may also like

Leave a Comment