প্রতিনিধি কৈলাসহর:-সমাজ সেবায় অঙ্গীকারবদ্ধ কৈলাসহর লায়ন্স ক্লাব মুখ্যমন্ত্রী কর্তৃক সন্মান প্রাপ্তিতে গর্বিত গোটা কৈলাসহর।বন্যা হোক কিংবা করোনা মহামারী,রক্তদান শিবির হোক বা চক্ষু শিবির সর্বক্ষেত্রেই লায়ন্স ক্লাব একমেবদ্ধিতীয়ম।চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিবি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন।এই অভিযানের অঙ্গ হিসাবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আহ্বানে ‘নিক্ষয় মিত্র’-তে রেজিষ্ট্রেশন করে প্রায় এক লক্ষ সামাজিক সংস্থা।সেই মোতাবেক কৈলাসহর লায়ন্স ক্লাবও টিবি মুক্ত শহর তথা জেলা গড়ার লক্ষ্যে নিক্ষয় মিত্রতে রেজিস্ট্রেশন করে এবং গত ৬ মাস ধরে কুবঝার স্থিত দীর্ঘদিন যাবত যক্ষারোগে আক্রান্ত জনৈক ইউনিস আলী যিনি প্রতিবন্ধীও বটে,তাকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার,নগদ অর্থ ও রেশন প্রদান করেছে কৈলাসহর লায়ন্স ক্লাব।বর্তমানে ইউনুস আলী এখন টিবি মুক্ত। পাশাপাশি অন্য একজন টিবি রোগীকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করেছেন ক্লাব সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে,কৈলাসহর লায়ন্স ক্লাবের এই অভিযান চলতে থাকবে যতক্ষন না টিবি মুক্ত জেলা গঠন করা সম্ভব হবে।এরই প্রাপ্তি হিসাবে রাজ্যের মূখ্যমন্ত্রী প্রফেসর ড: মানিক সাহা গত ১৩ই সেপ্টেম্বর জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মহাকরনের ভিডিও কনফারেন্স হলে ত্রিপুরার একমাত্র এনজিও হিসাবে কৈলাসহর লায়ন্স ক্লাবকে পুরস্কৃত করেছেন। আয়ুষ্মান ভব অভিযানের ঊদবোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ ব্যাপী এই কর্ম সূচীর শুভ উদ্ধোধন করেছেন ভারতবর্ষের মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রুৌপদি মূর্ম। অপরদিকে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা মহোদয়।এই প্রাপ্তি কৈলাসহর লায়ন্স ক্লাবকে আরও বেগবান করে তোলবে।এই প্রাপ্তির জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিকদের, ড: নূপুর দেববর্মা, ড: সুভাষ বরুয়া,ড: ডি.কে চাকমা ও ড: শঙ্খ শুভ্র দেবনাথ সিএম ও ঊনকোটি।লায়ন্স ক্লাব অব কৈলাসহর আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সুপ্রিয় দেবরায়,সম্পাদক প্রান্তোষ রায় এবং কোষাধ্যক্ষ শুক্লা বণিক সহ অন্যান্য লায়ন সদস্যরা।মূলত যক্ষা নিবারণী সমিতি এবং লায়ন্স ক্লাবের সহায়তায় টিবি মুক্ত জেলা গঠনের অঙ্গীকার করা হয়েছে।সাংবাদিক সম্মেলনে সভাপতি শ্রী দেবরায় আরো জানান ওয়ান মানথ্ ওয়ান একটিভিটি ভাবনায় আগামী ২৪শে সেপ্টেম্বর লায়ন্স ক্লাবের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।এই রক্তদান শিবিরের মাধ্যমে ৫০ বারেরও বেশি রক্তদাতা যারা রয়েছেন তাদেরকে সম্মানিত করা হবে এবং তাদের রক্তদানের এই ইতিহাসকে সামনে রেখে নতুন প্রজন্মের যুবক-যুবতীরা যাতে রক্তদানে এগিয়ে আসে তার জন্যই লায়ন্স ক্লাবের এই ধারাবাহিক উদ্যোগ রক্তদান শিবির।সর্বোপরি ব্লাড ব্যাঙ্কের সংকট কাটাতেও এই মুহূর্তে রক্তদান শিবিরের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
137
previous post