Home » কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচি

কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচি

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কৃষি বিজ্ঞান কেন্দ্র ঊনকোটির উদ্যোগে এবং টি আর এল এম ঊনকোটির সহায়তায় কুমারঘাট পঞ্চায়েত সমিতির সভা হলে বীজ বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শুভ্রেন্দু দাস,কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস,কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মিলন কুমার দে,তৎসঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী বিশ্বজিৎ বল,কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী ডঃ রতন দাস,কুমারঘাট ব্লকের এডিশনাল বি ডি ও পার্থ সাহা,টি আর এল এম এর ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর অনুপ নাথ প্রমুখ।শ্রী বল উনার বক্তব্যে বলেন কুমারঘাট এবং পেচারথল ব্লক মিলে ৭৮৫ জন কৃষক এই বীজ বিতরণী কর্মশালায় উপকৃত হবে। উক্ত বীজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এন ই এইচ স্কিমের মাধ্যমে এনে বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।শুভ্রেন্দু দাস উনার বক্তব্যের মাধ্যমে বর্তমান ত্রিপুরা সরকারের কৃষকের প্রতি বিভিন্ন অনুদান এর কথা তুলে ধরেন এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেন।ডক্টর রতন দাস উনার বক্তব্যে কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য উন্নত মানের বীজের এবং উন্নত টেকনোলজির প্রয়োজনীয়তা তুলে ধরেন।তিনিও বলেন,যে সব বীজ বিতরণ করা হয়েছে বা হচ্ছে সে সব বীজ রূপ ও পোকা থেকে সহনশীল এবং উচ্চ ফলনশীল।কৃষি বিজ্ঞান কেন্দ্র সব সময় কৃষকের সাথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকার আশ্বাস দিয়েছেন।শ্রী অনুপ নাথ বলেন আগামী দিনেও কৃষি বিজ্ঞান কেন্দ্র ও টি আর এল এম কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের স্বার্থে কাজ করে যাবে।আজকের এই বীজ বিতরণ কর্মসূচিতে উপকৃত হয়েছেন বহু কৃষক।

You may also like

Leave a Comment