প্রতিনিধি,গন্ডাছড়া ৯ সেপ্টেম্বর:- গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার গন্ডাছড়া বাজারে উচ্ছেদ অভিযান করা হয়। এদিন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাজারের মেইন রাস্তার উপর অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদ করে। প্রশাসনের কর্তারা জানান গন্ডাছড়া বাজারে মেইন রাস্তা দখল করে অস্থায়ীভাবে কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছে।তাতে করে প্রায়ই বাজারে যানজট লেগে থাকে। বিশেষ করে সাপ্তাহিক হাট বৃহস্পতিবার দিন যান জোটের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। কোন কোন সময় যানজট মুক্ত করতে পুলিশের দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায়। বিশেষ করে তখন মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হয় এম্বুলেন্সের গাড়ি থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের স্কুল বাস। তাছাড়া রাত পোহালেই দুর্গোৎসব। সব মিলিয়ে গন্ডাছড়া বাজারকে যানজট মুক্ত করতে প্রশাসনের এই উদ্যোগ। প্রশাসনের এই ধরনের উদ্যোগে খুশি বাজারের ক্রেতা বিক্রেতা সহ এলাকার সাধারণ মানুষ।
131
previous post