Home » প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা তেলিয়ামুড়া।

প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা তেলিয়ামুড়া।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া,

ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় ও তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ব্যবস্থাপনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কুফল সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয় বুধবার। তেলিয়ামুড়া চিত্রাংগদা কলা কেন্দ্র তথা টাউন হলে বুধবার বেলা ১২ টা নাগাদ বৃক্ষে জল সিঞ্চন করে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুই আধিকারিক যথাক্রমে অপরাজিতা দাস ও তুলি চাকমা, কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিসুরাই দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিদ্যালয়ে ইকো ক্লাবের কনভেনার রাখাল চন্দ্র রায়।
এই সচেতনতা মুলক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যানী সাহা রায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহারের বিষয়ে তাৎপর্য্য পুর্ন আলোচনা রাখেন। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্লাস্টিকের কারন নিয়েও আলোচনা করেন। এছাড়াও ছাত্র ছাত্রীদের বৃহত্তর স্বার্থে সমাজের সকল অংশের মানুষের পাশাপাশি ছাত্র ছাত্রীদের কি করনীয় সে নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। এছাড়াও উপস্থিত অন্যান্য বক্তারাও সিংগেল ইউজ প্লাস্টিকের বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি পরিবেশ কে কিভাবে নির্মুল ও স্বচ্চ রাখাজায় এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুই আধিকারিক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের সক্রিয়তা ছিল লক্ষনিয়।

You may also like

Leave a Comment