Home » বনদপ্তরের সাঁড়াশি অভিযানে দুটি অবৈধ কাঠ চেনার মেশিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত থেকে।

বনদপ্তরের সাঁড়াশি অভিযানে দুটি অবৈধ কাঠ চেনার মেশিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত থেকে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার অর্থাৎ 6 সেপ্টেম্বর বনদপ্তর এর কর্মীরা অভিযান চালায় চোরাই বাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য একই মাসের মধ্যে দুই দুইবার বনদপ্তরের কর্মীরা এই গ্রাম পঞ্চায়েতে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করল। আজ অর্থাৎ বুধবার বনদপ্তরের সাড়াশি অভিযান চালায়। অভিযানে দুটি অবৈধ কাঠের মেশিন সহ মাল সামগ্রী উদ্ধার করলো বনদপ্তর।উত্তর জেলা বন দপ্তরের আধিকারিকরা পূর্ব ফুলবাড়ী এলাকায় বিশাল বাহিনী নিয়ে অভিযান চালান। আব্দুল জব্বার ও মনসুর আলীর বাড়ি থেকে দুটি অবৈধ কাঠের মেশিন সহ সামগ্রী উদ্ধার করেন। অভিযানে ছিলেন মহকুমা ফরেস্ট আধিকারিক সহ চুরাইবাড়ি বীট অফিসার। অসাধু ক্যাবেনিট ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক দিনে ধরে বনদপ্তর অভিযান চালাচ্ছে। আরো বহু অবৈধ ক্যাবিনেট ও কাঠের মেশিন চলছে চুরাইবাড়ি বীট এলাকায় সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

You may also like

Leave a Comment