ধর্মনগর প্রতিনিধি। বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগরের কালিকাপুর, কৃষ্ণপুর এলাকা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক এবং উন্মাদনা বিরাজ করা যাচ্ছিল। বারে বারে খবর ছড়িয়ে পড়েলেও বিরল প্রজাতির প্রাণীটি কোথায় লুকিয়ে রয়েছে তার অন্বেষণে সাধারণ মানুষ থেকে শুরু করে বন কর্মীরা ভিড় জমায়। অবশেষে বিকেলের দিকে পানিসাগর রেঞ্জের আওতাধীন ঢুপির বন্দ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকা থেকে সাধারণ মানুষ এবং বনদপ্তরের কর্মীদের সহায়তায় এই বিরল প্রজাতির প্রাণীটি জলাশয় থেকে ধরা পড়ে। পরবর্তী সময় জানা যায় এই বিরল প্রজাতি প্রাণীটির নাম গোসাপ। সাধারণ মানুষ কুমির ভেবে প্রচন্ড আতঙ্কে কাটাচ্ছিল। অবশেষে আতঙ্কের অবসান হয়ে বিরল প্রজাতির এই গোসাপটি ধরা পড়ে।