Home » উদয়পুরে পুর ওয়ার্ড কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসলেন অর্থমন্ত্রী

উদয়পুরে পুর ওয়ার্ড কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডের কাউন্সিলারদের নিয়ে পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদারের ঘরে বৈঠকে বসলেন অর্থমন্ত্রী । এই বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন , পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী অধিকারীক জয়ন্ত ভট্টাচার্য , গোমতি জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ । এদিনের বৈঠকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন কাজের সমস্যার কথা তুলে ধরেন । উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে ময়লা আবর্জনা কেন সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না । সেই বিষয়ে কাউন্সিলারদের কাছে জবাব চেয়ে বসেন অর্থমন্ত্রী । এছাড়া বিভিন্ন ওয়ার্ডে সন্ধ্যার সময় বহু বৈদ্যুতিক খুঁটিতে আলো জ্বলছে না সে সকলের বিষয়গুলিতেও যেন ভালোভাবে নজর দেওয়া হয় সে নির্দেশ দেন তিনি । এছাড়া উদয়পুর পৌর এলাকায় সব থেকে যে বড় সমস্যা বিভিন্ন বাড়ি ঘরে মোটর দিয়ে জল চুরি করা হচ্ছে । এর ফলে সাধারণ মানুষ সময়মত জল পরিষেবা পাচ্ছে না । সেদিকে যেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কড়া ব্যবস্থা গ্রহণ করে সে নির্দেশ দেন তিনি । একই সাথে অর্থমন্ত্রী পরিষ্কার ভাষায় পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদারকে জানিয়ে দেন , সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। কোন পৌর নাগরিক যাতে উদয়পুর পৌর পরিষদে এসে কোন সমস্যায় যেন না পড়ে এবং নাগরিকরা যেন সুষ্ঠু এবং উন্নত পরিষেবা পেতে পারে সেদিকে নজর রাখতে হবে উদয়পুর পুর পরিষদের কর্তৃপক্ষকে । অপরদিকে মন্ত্রী জানান যে সকল নাগরিকরা সময়মতো কর পরিষেবা দিচ্ছে না তাদের কেউ যেন অবগত করা হয় সঠিক সময়ে যেন সমস্ত বকেয়া কর পৌর পরিষদের ট্যাক্স অফিসে যেন জমা করে। এক প্রকারের দিন নরমে গরমে অর্থমন্ত্রী পরিষেবা নিয়ে চরম হুঁশিয়ারি দেন। আগামী দিনে যেন উদয়পুর পৌর পুর পরিষদ ভালো কাজ করে সে আশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিনের বৈঠকে উদয়পুর পৌর পরিষদের সমস্ত ওয়ার্ড কাউন্সিলররা অংশ নেন ।

You may also like

Leave a Comment