প্রতিনিধি কৈলাসহর:-চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিংয়ের প্রতীক্ষায় ছিল ১৪০ কোটি ভারতবাসী। এই গর্বিত মুহূর্তের স্বাদ প্রতিটা ভারতবাসী হৃদয় থেকে উপভোগ করেছেন।এই সফল ল্যান্ডিংয়ের প্রত্যয় নিয়ে দেশের বহু প্রান্তে কোথাও সফলতার কামনায় ঈশ্বরের পদতলে পূজার্চনা কোথাও নিজেদের মনের মধ্যেই আরাধ্য দেবতাকে স্মরণ করেছেন।কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থাকা এলইডি স্ক্রিনে চন্দ্রযান ৩-এর সফল ল্যান্ডিংয়ের লাইভ দেখানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে,জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার থেকে শুরু করে কৈলাসহরের বিশিষ্ট জনেরা।সফল ল্যান্ডিংয়ের জীবন্ত ছবি দেখার পর স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা নিয়ে বিজয়োল্লাসে মেতে উঠেন সকলেই।
132
previous post